ভোলা জেলা | Bhola District

Created by MD Ujjol Hossen in Tours & Travels 12 Jun 2024
Share

ভোলা, কুইন আইল্যান্ড অব বাংলাদেশ হিসেবে খ্যাত, বরিশাল বিভাগে অবস্থিত, বাংলাদেশের বৃহত্তম দ্বীপ জেলা। এর পূর্বের নাম দক্ষিণ শাহবাজপুর।

এ জেলার নামকরন সম্পর্কে যতদুর জানা যায় তা হলো ভোলা শহরের মধ্য দিয়ে বয়ে যাওয়া বেতুয়া নামক খালটি এখনকার মত অপ্রশস্ত ছিলনা। তখন খেয়া নৌকার সাহায্যে নদীতে পারাপার চলত। থুরথুরে বুড়ো এক মাঝি খেয়া নৌকার সাহায্যে লোকজনকে পারাপারের কাজ করতো। তার নাম ছিল ভোলা গাজি পাটনি। এই ভোলা গাজির নামানুসারেই একসময় এ জেলার নামকরণ করা হয় ভোলা জেলা।

অনেকের মাঝে প্রশ্ন আসতে পারে ভোলা চর কি না। যদিও এ জেলা একটি সুসজ্জিত দ্বীপ যেখানে টুরিজম সেক্টরের আমুল সম্ভাবনা রয়েছে। 

ভোলা জেলার উত্তরে বরিশাল জেলা ও মেঘনা নদী, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলা ও মেঘনা নদী এবং পশ্চিমে বরিশাল ও পটুয়াখালী জেলা ও তেঁতুলিয়া নদী অবস্থিত।

এ জেলার মোট আয়তন ৩৪০৩.৪৮ বর্গকিলোমিটার। ভোলা শহর ঢাকা থেকে নদী পথে দূরত্ব ১৯৫ কি.মি.। সড়কপথে বরিশাল হয়ে দূরত্ব ২৪৭ কি.মি. এবং লক্ষীপুর হয়ে দূরত্ব ২৪০কি.মি.। ভোলার সাথে অন্য কোনো জেলার সরাসরি সড়ক যোগাযোগ নেই। অন্য জেলার সাথে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য ভোলাবাসীকে লঞ্চ,স্পিড বোট এবং ফেরীর উপর নির্ভর করতে হয়। যদিও ভোলার সাথে বরিশালের সড়কপথে যোগাযোগ সৃষ্টির জন্য একটি সেতু নির্মানের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলমান রয়েছে। ©iEducation

দেশীয় উন্নয়নে এ জেলার কিছু অনন্য ভূমিকা রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ

দেশের সিংহ ভাগ ইলিশের চাহিদা মেটাতে রুপালি ইলিশ সরবরাহ 

জাতীয় গ্রিডে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ 

দেশের ১২ তম সরকারি পলিটেকনিক ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট

দক্ষিণ বাঙলার শ্রেষ্ঠ বিদ্যাপীট ভোলা সরকারি কলেজ

দেশের প্রায় অর্ধ ভাগ গ্যাস সরবরাহ

ভোলা জেলা বিভিন্ন কারনে বিখ্যাত তার মধ্যে মহিষের দুধের টক দধি, সুপারি এবং মিষ্টি অন্যতম।  দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ ওয়াচ টাওয়ার জ্যাকব ওয়াচ টাওয়ার ভোলাতেই অবস্থিত। নদী পথে শান্তির বাহন বিলাশবহুল লঞ্চগুলোও এ জেলার মানুষের গর্ব।  

ভোলা জেলায় ১০টি থানা, ৫টি পৌরসভা, ৭০টি ইউনিয়ন ও ১১৫ থেকে ১১৮ পর্যন্ত মোট ৪টি সংসদীয় আসন রয়েছে।  

এ জেলার ৭টি উপজেলা- চরফ্যাশন, তজুমদ্দিন, দৌলতখান, বোরহানউদ্দিন, ভোলা সদর, মনপুরা এবং লালমোহন 

©iEducation

চিত্তাকর্ষক স্থান

মনপুরা দ্বীপ

শাহবাজপুর গ্যাস ক্ষেত্র

শাহবাজপুর মেঘনা পর্যটন কেন্দ্র

তুলাতলী পর্যটন কেন্দ্র (ভোলা সদর)

ফাতেমা খানম মসজিদ

চর কুকরী মুকরী

সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক

শিশু পার্ক

জ্যাকব ওয়াচ টাওয়ার, চরফ্যাশন

তারুয়া সমুদ্র সৈকত

দুদু মিয়ার মাজার

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্মৃতি যাদুঘর

নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ

উপকূলীয় সবুজ বেষ্টনী

খামার বাড়ি -নজরুল নগর, চরফ্যাশন।

বিভাগীর টেক্সটাইল কলেজ

বোরহানউদ্দিন চৌধুরীর জমিদার বাড়ি ইত্যাদি

উল্লেখযোগ্য ব্যক্তিঃ ©iEducation

নাজিউর রহমান মঞ্জুর- সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র।

তোফায়েল আহমেদ- সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী

মোশারেফ হোসেন শাহজাহান- প্রাক্তন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী

আন্দালিব রহমান পার্থ- বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি

হাফিজ ইব্রাহিম- রূপালী ব্যাংকের সাবেক পরিচালক

জসিম উদ্দিন- বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহম্মদ- সাবেক পানি সম্পদমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান

আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী

মোহাম্মদ মোস্তফা কামাল- “বীর শ্রেষ্ঠ” উপাধি খ্যাত মুক্তিযোদ্ধা

আমিনুল হক- সাবেক ফুটবলার 

তৌসিফ- অভিনেতা

এ জেলা থেকে যে পত্রপত্রিকা প্রকাশিত হয় তার মধ্যে আছেঃ

আমাদের ভোলা, দৈনিক ভোলার বাণী, দৈনিক বাংলার কণ্ঠ, দৈনিক আজকের ভোলা ইত্যাদি। 

এ জেলা সম্পর্কে আপনার কোন মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন ভোলা জেলা।  ©iEducation

Comments (0)

Share

Share this post with others

DU ICU B Unit Course

DU ICU B Unit Course

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা প্রস্তুতির জন্য DU ICU Batch এ ভর্তি হয়ে যাও।